Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : সন্ধ্যার পর আর চিলেকোঠা সড়ংধথকে বের হয় না কালা। একতলা বাড়ির ছাদের চিলেকোঠায় থাকে সে। এই ছোট্ট চিলোকোঠায় নিজেকে লুকিয়ে রাখে কারণ শত্রুপক্ষ 96তাকে খোঁজার জন্য বার বার ওই বাড়িতে তল্লাশি করে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে। একের পর এক খুনের সাথে যুক্ত কালা’র প্রতিটি কাজ রহস্যের জন্ম দিয়ে যায়। এই ঘটনা বাস্তবে নয়, এটা ঘটেছে সিনেমার স্যুটিংয়ে। কালা’র চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
চলচ্চিত্রটি নির্মাণ করছেন আলম আশরাফ। ইতোমধ্যেই চলচ্চিত্রটির কিছু অংশের চিত্রধারণ সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা যায়, জানুয়ারী থেকে চলচ্চিত্রটির শুটিং পুরোদমে শুরু হবে।
নির্মাতা আশরাফ জানিয়েছেন, সমাজের চেইন্জ মেইকার হিসেবে কালা চরিত্রে দেখা যাবে মোশররফ করিমকে। সিনেমাটিতে বিভিন্ন সময় তাকে খুন করতে দেখা যাবে, কিন্তু প্রতিটা খুনে মিশ্রিত থাকবে এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস।’
কালা’র ফুল সিনেমার প্রমোশনালের শুটিং শেষ হয়েছে এই মাসের ২৬ তারিখে। তবে এই সিনেমায় মোশাররফের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হয় নি বলে জানা গেছে।