Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: সাম্প্রতি মাদক পাচার করতে গিয়ে বেইরুটের 9বিমানবন্দরে ধরা পড়েছেন সৌদির রাজপুত্র মাজিদ আবদুলাজিজ অল সৌদ। মাদক পাচারের তদন্ত শেষ হতে না হতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ নারীকে আটক করে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ওই মার্কিন ৩ মহিলা জানান, ‘চলিত বছরের সেপ্টেম্বরে গৃহপরিচারিকা হিসেবে তারা বহাল হয়েছিলেন বেভারলি হিলসের বাড়িতে। এরপর একটানা ৩ দিন তাদের আটক করে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে তারা পালিয়ে এসে অল সৌদের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ করে।’
লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাদেরকে নগ্ন করে সবার সামনে দাঁড় করিয়ে, কখনো বা জোর করে ওই মহিলাদের জিভ দিয়ে সারা শরীর পরিস্কার করে দিতে বাধ্য করেছেন অল সৌদ। তার কথায় রাজি না হলে জোর করে মাদক খাইয়ে শারীরিক অত্যাচার করতেন তিনি।’
অভিযোগ থেকে আরও জানা যায়, ‘শুধুই পরিচারিকা নয়, পরিচারকদের উপরেও অল সৌদকে যৌন নির্যাতন চালাতে দেখেছেন ঐ মার্কিন ৩ মহিলা। তার কথার প্রতিবাদ করলে মারের সঙ্গে অল সৌদের বক্তব্য ছিলো, ‘তোরা মানুষ নয়, স্রেফ আমার দাস। আমি রাজপুত্র, যা ইচ্ছে করব। কেউ আমার কিছু করতে পারবে না।’
এ বিষয়ে অল সৌদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেনি।