খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: বলিউডে ইদানিং বায়োপিক তৈরির প্রবণতা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। পান সিং তোমার, ভাগ মিলকা ভাগ, ম্যারি কম তার প্রকৃত উদাহরণ। এ ছাড়া শোনা যাচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নিমার্ণের কথা।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক নির্মাণেও আগ্রহী অনেক পরিচালক। কিন্তু কে থাকবেন সানিয়ার ভূমিকায় এ প্রশ্ন অনেকের। তবে সে উত্তর জানিয়েছেন স্বয়ং সানিয়া নিজেই।
তিনি জানিয়েছেন, যদি বায়োপিক হয় তাহলে তার চরিত্রের জন্য পরিনীতিকে বেশ পছন্দ তার।
কিন্তু এ টেনিস তারকার মা কিন্তু ভাবছেন অন্য কথা।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সানিয়া এবং তার মা নাসিমা। সেই অনুষ্ঠানে তাদের প্রশ্ন করা হয়- সানিয়ার ভূমিকায় কাকে পছন্দ? এর জবাবে সানিয়ার মা জানান, সানিয়ার নিজেরই এ চরিত্রে অভিনয় করা উচিৎ। মায়ের মুখে এমন কথা শুনে অবশ্য ভীষণ লজ্জা পান সানিয়া।