Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে 27ইসলামীর সেক্রেটারি জেনারেল ও আল বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি চেয়েছে জামায়াতে ইসলামী।
আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।
শুক্রবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, মুজাহিদ বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
প্রসঙ্গত, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন তিনি। আগামী ২ নভেম্বর এই আবেদনের শুনানির তারিখ ধার্য রয়েছে। এটি তাঁর মামলার আইনগত প্রক্রিয়ার সর্বশেষ ধাপ।