Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: নতুন ‘গ্যালাক্সি ভিউ’ ট্যাবলেট উন্মোচন করেছে দক্ষিণ 34কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। গ্যালাক্সি ভিউয়ের ডিসপ্লের আকার ১৮.৪ ইঞ্চি, ওজন ২ কেজি ৬৫ গ্রাম!
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত হোম এন্টারটেইনমেন্টের অনুষঙ্গ হিসেবে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে ট্যাবলেটটি। আলাদা হ্যান্ডেল এবং কিকস্ট্যান্ডওয়ালা ডিভাইসটি কতোটা বহনযোগ্য সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে সাইটটি।
সেপ্টেম্বর মাসের শুরুতে বার্লিনে আয়োজিত আইএফএ ট্রেড শো’তে ট্যাবলেটটি ‘ঝলক’ দেখিয়েছিল স্যামসাং। অক্টোবর মাসে এসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ট্যাবলেটটির ছবি নিজস্ব ব্লগে পোস্ট করেছে প্রতিষ্ঠানটি।
১৯২০ বাই ১০৮০ পিক্সেলের এইচডি ডিসপ্লে, ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১.৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ২ জিবি র্যা ম চালাবে একটি ৫,৭০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি।
একবারের চার্জে টানা ৮ ঘন্টা ভিডিও দেখা যাবে ট্যাবলেটটিতে। সর্বোচ্চ ৬৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি থাকবে। ব্যবহার করা যাবে বাড়তি মাইক্রোএসডি কার্ড।
গ্যালাক্সি ভিউর ক্রেতারা ডিভাইসটি হাতে পাবেন অ্যান্ড্রয়েডের ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমসহ।
ডিভাইসগুলো কবে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি স্যামসাং।