খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: দেশি অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য অ্যাপ বিক্রির প্ল্যাটফর্ম অ্যাপবাজার চালু করেছে অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেড (এএপিবিডি) নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপবাজারের বিস্তারিত জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শফিউল আলম।
শফিউল আলম বলেন, বাংলাদেশ ছাড়াও আগামী বছরের শুরুতে মালয়েশিয়া, মিয়ানমারসহ কয়েকটি দেশে অ্যাপবাজারের কার্যক্রম শুরু হবে। এটি মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ নির্মাতাদের জন্য একটি প্ল্যাটফর্ম বা বাজার। এর মাধ্যমে অ্যাপ ক্রেতারা সহজে দরকারি অ্যাপ কিনতে পারবেন। সাধারণত দেশ থেকে পেইড অ্যাপস ডাউনলোড করতে গেলে ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হয়। এ ছাড়া দেশীয় ডেভেলপাররাও শুধু বিনা মূল্যের অ্যাপ আপলোড করতে পারেন। পেইড অ্যাপগুলো বিদেশি অ্যাকাউন্ট থেকে আপলোড করতে হয়। অ্যাপবাজার এ সমস্যা থেকে মুক্তি দেবে।
অ্যাপবাজারের প্রধান নির্বাহী বলেন, অ্যাপবাজার স্থানীয় মুদ্রায় অ্যাপ কেনাবেচার সুযোগ করে দেবে। অ্যাপবাজারে সহজ বাংলা ও ইন্টারফেসসহ থাকছে আরও অনেক সুবিধা।