Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: সাভারে সাংসদের বাসায় সদর উপজেলা আওয়ামী লীগের 58সাধারণ সম্পাদক আলী হায়দারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে সাংসদ ডা. এনামুর রহমানের বাসায় ২ নভেম্বর রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে বলে আলী হায়দার অভিযোগ করেছেন।
অবশ্য আলী হায়দারের উপর হামলা নয়, দলীয় কর্মীদের কথা কাটাকাটি হয়েছে বলে দাবি করেছেন সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান।
তিনি বলেন, “সংসদ সদস্যের বাড়িতে দলীয় সভা চলার সময় সামান্য কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি আমরা সমাধান করার চেষ্টা করছি।”
আলী হায়দার বলেন, সাংসদ ডা. এনামুর রহমানের তালবাগের বাসায় আওয়ামী লীগের প্রস্তুতি সভায় ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতে সভা শুরু হয়।
“সভার এক পর্যায়ে বেশ কয়েকজন কর্মী আমাকে গালাগাল শুরু করে। পরে প্লাস্টিকের চেয়ার নিয়ে আমাকে মাথায় ও হাতে আঘাত করে।”
হামলার বিষয়টি দলের কেন্দ্রীয় নেতা ও পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান আলী হায়দার।
এ প্রসঙ্গে জানতে সাংসদ ডা. এনামুর রহমানের মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।