Sun. Sep 14th, 2025
Advertisements

en..............................

নয়াদিল্লী,খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫:ভারতের জনগণ আজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার ৩১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলো।
দিনটি উপলক্ষে নয়াদিল্লীতে ইন্দিরা গান্ধী স্মরণে নির্মিত শক্তি স্থলে বিখ্যাত নেতৃবর্গ এবং অন্যান্য গণমান্য ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও জাতি গঠনে ইন্দিরা গান্ধীর অবদানকে স্মরণ করা হচ্ছে। জাতীয় সংহতির জন্যে আজ ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’ও দেয়া হচেছ।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী শক্তি স্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য ১৯৮৪ সালের এই দিনে ইন্দিরা গান্ধী তার নিজ দেহরক্ষীর হাতে খুন হন।