Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: ভারতীয় অভিনেতা সালমান খানের ব্যক্তিগত জীবন 48গণমাধ্যমে বহুল চর্চিত বিষয়গুলোর মধ্যে একটি । সম্প্রতি শোনা যাচ্ছিল রোমানিয়ার মডেল ও টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন ‘দাবাং’ খান। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ৪৯ বছর বয়সী এই তারকা।
মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, আমার অনেক কিছু নিয়েই অনেক ধরনের গুজব শোনা যায়। আমি সবই দেখি আর শুনি, কিন্তু কোনো কিছুতেই কান দেই না। তবে এসব গুজবে আমার বাবা-মা বিরক্ত হন, তখন আমারও গায়ে লাগে।
আসছে ডিসেম্বরে ৫০-এ পা দেবেন সালমান। কিন্তু আজও মুম্বাই সিনে পাড়ার সুযোগ্য পাত্রের মুকুট মাথায় ধারণ করে আছেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রেম করেছেন বহু নায়িকার সঙ্গে, তবে বিয়ের পিঁড়িতে কবে বসবেন, এই প্রশ্নে বরাবরই দিয়েছেন হেঁয়ালিপূর্ণ উত্তর।
রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভ্যান্টুর নিজ দেশে টিভি ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়। এছাড়া বছর দুয়েক আগে ভারতীয় সিনেমায় ভাগ্য অন্বেষণে এসেছিলেন তিনি। আর তখন থেকেই সালমানের সঙ্গে গড়ে ওঠে তার বন্ধুত্ব।