খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: চীনের হেনান প্রদেশে দ্বিতল একটি ভবন ধসে কমপক্ষে ১৭ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন। শুক্রবার উইয়াং জেলার বিউদু এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ভবনটি ধসে পড়ে।
১৯৯০ সালে নির্মিত দ্বিতল ভবনটির পুননির্মাণ কাজ চলছিল। শুক্রবার বিকেলে শ্রমিকরা ভবনটির ভিত্তিপ্রস্তর খুঁড়ছিল। এসময় হঠাৎ ভবনটি ধসে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে নয়জনকে পাশের লুহি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিক জানিয়েছে, তাদের অধিকাংশই এসেছে হেনান প্রদেশের নানিয়াং এলাকা থেকে। তারা আগে কৃষিকাজ করতো। নির্মাণ কাজের বিষয়ে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।
ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।