Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: বর্তমান বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হচ্ছে রোবট। এই রোবোট 65তৈরি করেছে মানুষ। কিন্তু যখন জানতে পারবেন রোবটই নতুন রোবট জন্ম (তৈরি) দিয়েছে তখন কিছুটা অবাক লাগারই কথা! ইটিএইচ জুরিখ ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে একটি ‘মা’ রোবোট তৈরি করেছেন।
আমরা জানি রোবটকে কোনো প্রোগ্রাম দিয়ে পরিচালনা করতে হয় কিন্তু রোবটটি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে একটি বাচ্চা রোবোট জন্ম (তৈরি) দিয়েছে।
দশকের পর দশক ধরে স্বয়ংক্রিয় নির্মাণের কাজে রোবট ব্যবহার করা হচ্ছে। রোবট পরিচালনা করতে হলে তার মধ্যে একটা প্রোগ্রাম সেট করে দেওয়া হয় এবং ওই দিকনির্দেশনা অনুযায়ী রোবট তার কাজ করে। যেমন মোটরগাড়ি তৈরির ক্ষেত্রে যে রোবট ব্যবহার করা হয় সেসব রোবটকে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। সঠিক যন্ত্রাংশ ব্যবহারের লিস্ট করে দেওয়া হয়।
রোবটগুলো প্রয়োজনীয় সঠিক যন্ত্রাংশ নির্বাচন করে স্ক্যান করে নেয়, তারপর সেগুলোকে একত্রিত করে ডিজাইন অনুযায়ী বানানো শুরু করে। গাড়ির বডি সংযোজন শুরু থেকে ইঞ্জিন লাগানো, গিয়ার বসানো ও রঙ পর্যন্ত করে দেয়। কিন্তু এই ‘মা’ রোবটগুলো নিজেদের সন্তান নিজের মতো করে তৈরি করবে। এরপর বাচ্চা কতটুকু হবে সেটা পরিমাপ করে সবচেয়ে ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে নতুন প্রজন্ম তৈরির কাজ শুরু করে। প্রত্যেক বাচ্চা রোবটের গঠন অনুযায়ী তাদের আদর্শের নির্দিষ্ট জিনোম আছে। সূত্র : এনোনিমাস