খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিদিন কী করছি না করছি তার সবকিছুই ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করি। যেন ফেসবুক ছাড়া আধুনিক এ জীবন অনেকটা অচল! তবে এই শেয়ারিং এর একটি বড় অংশ হচ্ছে ছবি আপলোড করা। বিশেষ কোনো মুহূর্ত ছাড়াও কারণে-অকারণে আমরা নানা রকম ছবি পোস্ট করে থাকি ফেসবুকে। তাছাড়া ‘সেলফি’ প্রতিযোগিতা তো আছেই।
কিন্তু আপনি জানেন কী ফেসবুক আপনার চেহারা চিনে! ফেসবুক যে আপনার চেহারা চিনে এটা জেনে বিস্মিত হবার কিছুই নেই। কারণ আপনিই ফেসবুককে আপনার চেহারা চিনিয়েছেন আপনার আপলোড করা ছবিগুলোর মাধ্যমে। ফেসবুকের গবেষকরা ডিপফেস নামের নতুন প্রোগ্রাম তৈরি করেছে যা আপনার আপলোড করা ছবিগুলো দেখে আপনার চেহারা চিনবে। প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে যেভাবে আমাদের মস্তিস্ক কাউকে দেখার পর তার চেহারা চিনে ফেলে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক একদল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স গবেষক ডিপফেস প্রোগ্রামটি তৈরি করেন।
সফটওয়্যারটি দুটি ছবির উপর আলোর প্রভাব ও কোণের মাপ দেখে নব্বই ভাগ পর্যন্ত নিখুঁতভাবে ছবি মেলাতে পারে। ডিপফেস প্রোগ্রামটিকে উন্নত করা হচ্ছে এবং পরবর্তী দিনগুলোতে যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনাকে চেনার জন্য প্রোগ্রামটিকে ব্যবহার করা হবে। ফেসবুকের দাবি তাদের এই প্রোগ্রাম এফবি আই এর নেক্সট জেনারেশন আইডেন্টিফিকেশন (এনজিআই) এর ৮৫ ভাগ-এর তুলনায় ৯৭ ভাগ নিখুঁতভাবে চেহারা চেনার ক্ষমতা রয়েছে।