খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: একটি বিশাল পাথুরে গ্রহাণু আজই পৃথিবীর পাশ ঘেঁষে পৃথিবীকে অতিক্রম করতে পারে। গ্রহাণুটি দেখতে অনেকটা মানুষের খুলির মতো। জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তিন সপ্তাহ আগে আবিষ্কৃত গ্রহাণু ২০১৫ টিবি১৪৫ ১.৩ কৌণিক দূরত্ব, তথা চার লাখ ৯০ হাজার কিলোমিটার দূর থেকে শনিবার পৃথিবীকে অতিক্রম করতে পারে।অর্থাৎ গ্রহাণুটির কারণে পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে- এমন সম্ভাবনা নেই। জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। হাওয়াই থেকে ইনফ্রারেড টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা।
রাডার থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জানা গেছে, গ্রহাণুটির আকৃতি অনেকটা গোলাকার ধরনের এবং ব্যাস প্রায় ৬০০ মিটার। ২০১৮ সালের সেপ্টেম্বরে গ্রহাণুটি আবারো পৃথিবী থেকে দেখা যাবে। তবে সে সময় পৃথিবী থেকে তিন কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে থাকবে গ্রহাণুটি, যা পৃথিবী ও সূর্যের দূরত্বের সমপরিমাণ।