Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: অনলাইন মেসেজিংয়ের নিরাপত্তা বাড়াতে নতুন চ্যাট টুল আনল 66পরিচয় গোপন রেখে ইন্টারনেটে ব্রাউজিংয়ের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টর। ‘টর মেসেঞ্জার’ নামের এই মেসেজিং সেবা ব্যবহার করে টর নেটওয়ার্কে জায়গা গোপন রেখেই মেসেজ আদান-প্রদান করা যাবে।
ব্যবহারকারীরা শুধু মেসেজের কন্টেন্ট দেখতে পাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সবদেশেই এই সেবা ব্যবহার করা যাবে। এমনকি বাদ পড়ছে না টর নিষিদ্ধ করা দেশগুলোও। বর্তমানে বেটা সংস্করণে থাকা এই টুলটির নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে।
ফেইসবুক চ্যাট, গুগল টক, টুইটার, ইয়াহু আর ইন্টারনেট রিলে চ্যাটের মতো চ্যাটিং সার্ভিসগুলোতে ব্যবহারকারীরা চাইলে এই টুল ব্যবহার করে নিজেদের অবস্থান গোপন রাখতে পারবেন।
এই টুল লুকানো ওয়েবসাইট বা সেবার সংগ্রহশালা ‘ডার্ক ওয়েব’ ব্যবহার না করে কিছু ইন্টারনেটে রিলে ব্যবহার করায় স্থান শনাক্ত করা যায় না বলে জানিয়েছে বিবিসি।
এই টুল সম্পর্কে ডিজিটাল রাইটস সংরক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেন রাইটস গ্রুপের নির্বাহী পরিচালক জিম কিলক বলেন, “শেষ পর্যন্ত কিছু মানুষের আসলেই প্রাইভেসি আর নিরাপত্তা দরকার হওয়ায় এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ।” নিরাপত্তা ও প্রাইভেসির ক্ষেত্রে এই টুলটি ‘হুইসেল ব্লোয়ার’ হতে পারে বলে মত প্রকাশ করেছেন তিনি।
এখনও পরীক্ষাধীন থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এমন লোকদের এখনই এটা ব্যবহার উচিত হবে না বলে মনে করেন টর নিয়ে কাজ করা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিরাপত্তা গবেষক স্টিভেন মারডক।