খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: স্মার্টফোন হ্যাকের অভিযোগে ২৮ বছর বয়সী এক ব্যাক্তিকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। স্মার্টফোন ম্যালওয়ার ড্রয়েডজ্যাক ছড়ানোয় দায়ীদের ধরতে আন্তর্জাতিকভাবে চালানো অভিযানের মুখে আটক হলেন তিনি।
যুক্তরাজ্যে অপরাধবিষয়ক রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাঁচটি দেশে অভিযানের পর এই আটক করা হয় বলে নিশ্চিত করেছে।
ড্রয়েডজ্যাক হচ্ছে এমন এক ম্যালওয়ার যা দিয়ে দূর থেকে অন্যের স্মার্টফোনে গুপ্তচরবৃত্তি চালানো সম্ভব। এর ফলে ওই স্মার্টফোন ব্যবহারকারীর ডেটা ট্র্যাফিকে নজরদারী, ফোনে আড়িপাতা, এমনকি ক্যামেরার নিয়ন্ত্রণও নিয়ে নেওয়া সম্ভব। শুধু অ্যান্ড্রয়েডে চলতে সক্ষম এই ভাইরাসটি অনলাইনে ২শ’ ১০ ডলার দামে বিক্রি হয়।
অ্যান্টিভাইরাস ও কম্পিউটার নিরাপত্তাবিষয়ক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিমেনটেকের প্রধান নিরাপত্তাসেবা ব্যবস্থাপক পিটার কুগান বলেন, “এটি একজন স্মার্টফোন ব্যবহারকারীর অজান্তেই তার প্রতিটি পদক্ষেপ শনাক্ত করতে সক্ষম।”
এই ম্যালওয়ার ব্যবহারকারীদের ধরতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম আর সুইজারল্যান্ডের অনেক জায়গায় অভিযান চালানো হয়। জার্মানির ১৩টি বাসায় তল্লাশি চালানোর কথা জানিয়েছে দেশটির আইন প্রণয়ন সংস্থা।
ওই ব্যাক্তি ছাড়া এখনও এই ঘটনায় অন্য কাউকে আটকের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এনসিএ-এর একজন মুখপাত্র বলেন, “কার্লিসল থেকে কম্পিউটার মিসইউজ অ্যাক্ট লঙ্ঘনের সন্দেহে ২৮ বছর বয়সী ওই ব্যাক্তিকে আটকের খবর আমি নিশ্চিত করতে পারি।” এই আটক আন্তর্জাতিকভাবে চালানো ড্রয়েডজ্যাক অপারেশনের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন তিনি। সন্দেহভাজন ওই ব্যাক্তিকে পরে ছয় মাসের জামিন দেওয়া হয়।