Fri. Sep 12th, 2025
Advertisements

50খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : মার্কিন নৌবাহিনী ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। এটি এল ফারোর ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে।
এক মাস আগে হারিকেন জোয়াকুইনের আঘাতে এটি ডুবে গিয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড একথা জানিয়েছে।
গত ১ অক্টোবর মালবাহী জাহাজটি কন্টেইনার ও অটোমোবাইলের একটি চালান নিয়ে ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকো যাওয়ার সময় বাহামা দ্বীপপুঞ্জের কাছে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
জাহাজটিতে ৩৩জন ক্রু ছিল। এরা সকলেই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।