Tue. Sep 16th, 2025
Advertisements
খোলা বাজার২৪ ॥ma.............................ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলি’ মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ছবিটির প্রথম অংশ ‘বাহুবলি-দ্য বিগিনিং’ মুক্তির পর এবার তৈরি হচ্ছে এর শেষ অংশ ‘বাহুবলি-দ্য কলক্লুশন’। শোনা যাচ্ছে, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।
শোনা গেছে, এস রাজামৌলির পরিচালিত ছবিটির দ্বিতীয় অংশের আনুশকা শেঠির বোনের চরিত্রে অভিনয় করবেন মাধুরী।
যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, ছবিতে মাধুরীর উপস্থিতি খুব বেশি সময় না হলেও চরিত্রটি গুরুত্বপূর্ণ। এছাড়াও ছবিতে দক্ষিণী ছবির তারকা সুরিয়া ও শ্রিয়া সরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। খবর: টাইমস অব ইন্ডিয়া।