খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : বিভিন্ন গেইমের আমন্ত্রণে নোটিফিকেশন পাওয়া এখন ফেইসবুক ব্যবহারকারীদের জন্য একটি প্রচলিত বিষয়। আর এই ধরনের নোটিফিকেশনের কারণে বিরক্ত নন, এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া দায়। তবে আশার কথা হচ্ছে, এবার এ নিয়ে উদ্যোগ নিতে যাচ্ছেন স্বয়ং ফেইসবুক প্রধান।
মার্ক জাকারবার্গ সম্প্রতি ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। সেখানে জাকারবার্গের দিকে ছুঁড়ে দেওয়া সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নটি ছিল, “আমি আর কোনো ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ চাই না। এটি কীভাবে থামাতে পারি?” প্রশ্নটি সাড়ে ৭ হাজার লাইক পেয়েছিল।
প্রশ্নটি পড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকদের উল্লাসধ্বনি শোনা যায়। উত্তরে জাকারবার্গ বলেন, “এখন এই প্রশ্নোত্তর পর্ব দরকারি হয়ে উঠল, কারণ আমি আসলে প্রশ্নটি দেখেছিলাম, এটি আমার দিকে আসা সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রশ্ন। আমাদের ডেভেলপার প্ল্যাটফরমের দায়িত্বে যিনি আছেন আমি তাকে একটি মেসেজ পাঠিয়েছি আর আমি এটাও বলেছি যে, এখন আমাদের কাছে এই সমস্যার কোনো সমাধান থাকলে ভালো হতো।”
ফেইসবুক গেইম খেলেন না এমন ব্যবহারকারীদের জন্য গেইম নোটিফিকেশন খুবই বিরক্তিকর হওয়ায় এ নিয়ে বিস্তারিতভাবেও জিজ্ঞাসা করা হয়। জবাবে জাকারবার্গ বলেন, “এটি বন্ধ করাকে আমরা তেমন গুরুত্ব দেইনি কারণ আমাদের অন্যান্য বিষয়ে গুরুত্ব বেশি ছিল, কিন্তু এখন যদি মানুষের কাছে এটি সবচেয়ে গুরুত্বের হয় তবে আমরা এটিকেই গুরুত্ব দেব এবং এটিই করব।”
কীভাবে কি পরিবর্তন করা হবে তা নিয়ে জাকারবার্গ আর কোনো মন্তব্য করেননি। এমনকি ফেইসবুক গেইম ক্যান্ডি ক্রাশ সাগা, কিংয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।