Sun. Sep 14th, 2025
Advertisements

18খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর একটি উৎসব হয়। হ্যালোইন নামের এ উৎসবে একে অপরকে ভয় দেখিয়ে থাকে নাগরিকরা। চলতি বছর এ অনুষ্ঠানে খবর হয়েছে ৭ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে। স্যোশাল মিডিয়ায় তুমুল বিতর্কও চলছে।
হ্যালোইন অনুষ্ঠানে প্রত্যেকে বিভিন্নরকম মুখোশ পরে একে অন্যকে ভয় দেখায়। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই এ প্রবণতা দেখা যায়। প্রতি বছর ৩১ অক্টোবর অনুষ্ঠিত হ্যালোইন উৎসব।
যুক্তরাষ্ট্র বড় রাষ্ট্র, ক্ষমতায় সবার উপরে। পৃথিবীর সবাই ভয় করে চলে তাদের। তারা যা ইচ্ছে করতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র তো চব্বিশ ঘণ্টা, ৩৬৫ দিনই মানুষকে ভয়ের মধ্যে রাখে। অনেক রাষ্ট্রই তো এদের ভয়ে ভীত। এর পরও একদিনের তামাশার আয়োজন কেন?
ওবামা তার মেয়াদের শেষপ্রান্তে দাঁড়িয়ে। বিষয় কি এমন তিনি নেমে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় করা ছেড়ে দেবে মানুষ। বরং আগামী প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে যিনি এগিয়ে আসেন সেই ডোনাল্ড ট্রাম্প তো ইতোমধ্যে ঘোষণা দিয়ে ফেলেছেন, তিনি জিতলে তার দেশের ১ কোটি অভিবাসীকে দেশ থেকে বের করে দেবেন।
এতেই কি থেমেছেন তিনি! বলছেন, আমার রাজ্যের বড় প্রতিষ্ঠান থেকে ছোট দোকান এমনকি রাষ্ট্রের এমন কোনো একটিও সড়ক থাকবে না যেখানে সাধারণ মানুষের অস্ত্র বহনের স্বাধীনতা থাকবে না। বাসে, রাস্তায়, বার যেখানেই বাধাগ্রস্ত হবে অস্ত্র ব্যবহার করতে পারবে।
ভীতির কি এখানেই শেষ? এখানে চব্বিশ ঘণ্টাই ফোন ট্র্যাপ হওয়ার ভয়, ইমেইল ফাঁস হওয়ার ভয়, ফার্মাসিউটিকেল কম্পানি থেকে হঠাৎ করেই পাঁচশ গুণ দাম বৃদ্ধির ভয়, ব্যাংকের দেউলিয়া হওয়ার ভয়, সন্ত্রাসের ভয়, ফেসবুকে ডিজলাইকের ভয়, চীনের ভয়। এর পরও কি হ্যালোইনের ভয়ের কোনো প্রয়োজন রয়েছে যুক্তরাষ্ট্রে? যার জন্য ৭ বিলিয়ন ডলার খরচ করতে হবে।