Sat. Sep 20th, 2025
Advertisements

30খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: আইনী কোনো প্রতিবন্ধকতা না থাকলে ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার বিচার কাজ এ মাসেই শেষ হবে বলে আশা ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আগামী ৮ নভেম্বর থেকে এ মামলার বিচারিক কাজ প্রতি কর্মদিবসে চলবে। এ সংক্রান্ত আরো যতো মামলা রয়েছে তার চার্জশিট দাখিলের পর বিচারকাজ দ্রুত শেষ করার চেষ্টাও চালানো হবে বলে জানান তিনি। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিজ্ঞান লেখক অভিজিত রায়ের বই প্রকাশকারী জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার পর তার বাবা কলামিস্ট আবুল কাশেম ফজলুল হক ‘বিচার চাই না’ বলে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আইনমন্ত্রী বলেন, একজন পিতা তার ছেলে হত্যার বিচার চাচ্ছে না- এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। তিনি বলেন, দীপনের বাবা যেন এই বক্তব্য আর না দেন আমরা সেই চেষ্টাটাই করবো।
এদিকে জেল হত্যা মামলা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত কর্তৃক জেল হত্যা মামলা এবং বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। বিএনপি আমলে জেল হতা মামলায় কয়েকজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। আর যারা আছেন তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বঙ্গবন্ধু হত্যা মামলায়ও তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এদের মধ্যে যাদের ধরতে পেরেছি তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যারা পলাতক আছেন তাদের দুজনের অবস্থান চিহ্নিত করতে পেরেছি আমরা। তাদের দেশে ফিরেয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে, জামায়াত ইসলামীকে নিষিদ্ধের ব্যাপারে মন্ত্রিসভায় বিল উত্থাপনের কথা থাকলেও এখনো উঠছে না কেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন, শিগগিরই এ সংক্রান্ত বিল সংসদে উঠবে।