Sun. Sep 21st, 2025
Advertisements

35খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের হলিউড এন্ট্রির সুযোগ এসেছিল অনেক আগেই। কিন্তু সেই সময়ে ‘রাম লীলা’ ছবির প্রচারে ব্যস্ত থাকায় সুযোগটা লুঠে নিতে পারেননি। তবে এখন আর তেমনটি নেই বলে জানালেন।
দীপিকা বলেন, ‘‘রাম লীলা-র প্রচারে ব্যস্ত থাকায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এ অভিনয় করতে পারিনি। এখন আমি হলিউডের জন্য তৈরি। সময় অনেক বদলে গিয়েছে। হলিউড ভারতের মতো নায়িকাদের বয়স নিয়ে মাথা ঘামায় না।”
১৭তম জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে দীপিকা এসব কথা বলেন।
সুযোগটা এসেছিল বছর দুয়েক আগেই। তখন ‘রাম লীলা’ ছবির প্রচারের কাজে ব্যস্ত থাকায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এ অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা পাডুকোন। তা না হলে প্রিয়াঙ্কা চোপড়ার আগেই হলিউড এন্ট্রি হতো তাঁর। তবে এখন আর কোনও বাধা নেই। এবার হলিউডের জন্য পুরো প্রস্তুত দীপিকা।
দীপিকা আপাতত সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ নিয়ে ব্যস্ত। পরের ছবি ‘তামাশা’ও মুক্তির অপেক্ষায়।