Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: আবারও ক্ষতির বাস্তবতায় সামনের প্রান্তিকগুলোতে আর ইকোনমিক্যাল গাইডেন্স না দেওয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
বিভিন্ন প্রতিষ্ঠানের অদূর ভবিষ্যতের লাভ, ক্ষতি, শেয়ারমূল্য ইত্যাদি বিষয় নিয়ে করা পূর্বাভাসকে ‘ইকোনমিক্যাল গাইডেন্স’ বলা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা ও বিক্রয় প্রধান শিয়ালিন চ্যাং বলেন, “আমরা এধরনের আর কোনো বিস্তারিত আর্থিক পূর্বাভাস দেব না।”
এতদিন এইচটিসি তাইওয়ানের অন্যতম স্বচ্ছতা বজায় রাখা প্রতিষ্ঠান হিসেবে থাকলেও, নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটি এমন অবস্থান ধরে রাখতে পারছে না বলে মত প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্ন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
‘পার্শ্ব-প্রতিক্রিয়া’ কাটাতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন চ্যাং। আয়ের বিস্তারিত প্রতিবেদন শোনা লোকেদের কাছে নিজেদের তৃতীয় প্রান্তিকের ক্ষতির বিবরণকে প্রতিষ্ঠানের স্বচ্ছতা হিসেবে তুলে ধরেন তিনি।
গবেষণা প্রতিষ্ঠান দাইওয়ার বিশ্লেষক কাইলি হুয়াং বলেন, “তাইওয়ানে এইচটিসির মতো নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠানের গাইডেন্স দেওয়ার রীতি নেই।”
একসময় বিশ্বের অন্যতম স্মার্টফোন প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হলেও শাওমি, হুয়াওয়ে আর অন্যান্য চীনা প্রতিষ্ঠান বাজারে আসার পর তা এইচটিসির জন্য একটু কষ্টকরই হয়ে উঠেছে। তবে, এখন আবারও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি নতুন আনা স্মার্টফোন নিয়ে বিতর্কের মুখে পড়েছে এইচটিসি। ওই স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে অ্যাপলের আইফোনের নকল বলে দাবি করে সমালোচনার ঝড় উঠেছে। যদিও এমন দাবি নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।