খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বড় ডিসপ্লের আইপ্যাড প্রো ডিভাইস ১১ নভেম্বর থেকেই অনলাইন ও ফিজিক্যাল স্টোরের মাধ্যমে বিক্রি শুরু করা হবে। অ্যাপল পণ্যভিত্তিক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপলের ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো তুলনামূলক বড় এবং প্রতিষ্ঠানটির আগের ট্যাবলেটগুলোর চেয়ে দ্রুত কাজ সম্পাদনে সক্ষম হবে বলে জানানো হয়। অবশ্য এর আগেই নভেম্বর থেকে ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দিয়েছিল অ্যাপল। যদিও সে সময় আনুষ্ঠানিক কোনো তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি।
নাইন টু ফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, ১১ নভেম্বর আইপ্যাড প্রো উন্মোচনের পাশাপাশি আনুষাঙ্গিক বেশ কয়েকটি পণ্য আনবে অ্যাপল। এর মধ্যে রয়েছে—অ্যাপল পেনসিল এবং স্মার্ট কি-বোর্ড। আইপ্যাড ডিভাইসের মধ্যে এটিই প্রথম যেটিতে চারটি স্পিকার ব্যবহার করা হয়েছে। আইওএস অপারেটিং সিস্টেমের সাইড বাই সাইড মাল্টি টাস্কিং ফিচার সমর্থন করবে আইপ্যাড প্রো। এ-যাবতকালের মধ্যে এটিই সবচেয়ে বেশি দামের আইপ্যাড ডিভাইস হবে।
ডিভাইসটির ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণটির দাম ধরা হয়েছে ৭৯৯ ডলার।