Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: বাসেল ওপেনে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে উড়িয়ে 49দিয়ে শিরোপা জিতেছেন রজার ফেদেরার। এই নিয়ে পরপর সাতবার বাসেল ওপেন চ্যাম্পিয়ন হলেন এ সুইস তারকা।
এক সময় ফেদেরার–নাদাল লড়াই ছিল টেনিসমহলে নিয়মিত খবরের শিরোনাম। কিন্তু বিগত কয়েক বছরে ফেদেরার বড় মঞ্চে সাফল্যে দেখা পাননি। চলতি মৌসুমে নাদালের পারফরমেন্সও ছিল খুবই বাজে রকমের। কোনো গ্র্যান্ডস্লামেরই ফাইনালে উঠতে পারেননি তিনি। খানে বছরের প্রথম সাক্ষাতে কে জেতে, তা নিয়ে ছিল বাড়তি উত্তেজনা। সেখানে শেষ হাসি হাসলেন সুইস তারকাই।
টেনিস ইতিহাসের সেরাদের যেকোনো তালিকায় থাকবেন দু’জন। দুজনে মিলে জিতেছেন ৩১টি গ্র্যান্ড স্লাম। বাসেলে ফেদেরারের জয়ের পরও মুখোমুখি লড়াইয়ে নাদাল এগিয়ে ২৩-১১ ব্যবধানে।
প্রায় তিন বছর পরে নাদালের বিরুদ্ধে জয় পেলেন ফেদেরার। ম্যাচের পর জানান, আমি চাই ভবিষ্যতেও আমাদের মধ্যে এ রকম উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক।
বাসেল ওপেনের ফাইনালে ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে নাদালকে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা জিতে নিয়েছেন ফেড এক্স।