Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: পার্কের ভেতর অবসর সময় কাটাতে এসেছিলেন মুসলিম 89পরিবারটি। নামাজের সময় হলে তারা পার্কেই নামাজে দাঁড়িয়ে যান। তাদের নামাজের দৃশ্য সহ্য হয়নি সেখানে উপস্থিত ভিন্নধর্মী এক নারীর। ফলে সে নামাজরতদের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও আচরণ শুরু করে। এ আচরণে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের প্লাইমাউথ এলাকায়।
পুলিশ ৩৬ বছর বয়সী ওই নারীকে অশ্লীল আচরণ ও অন্য ধর্মে আঘাতের অভিযোগে গ্রেফতার করে। ওই মুসলিম পরিবারটির পরিচয় গোপন করে পুলিশ জানায়, তাদের সঙ্গে ১০ বছরের ছেলে ও আট বছরের কন্যা সন্তানও পার্কে উপস্থিত ছিল।
ওই নারীর বিরুদ্ধে মামলাও দায়ের করে পুলিশ। সূত্র : এক্সপ্রেস নিউজ