Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের 7আমন্ত্রণে ঢাকা ছাড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিজি-১০২৭ নং ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। নেদারল্যান্ড পৌঁছার আগে প্রধানমন্ত্রীর আবুধাবিতে যাত্রাবিরতির কথা রয়েছে। এরপর তিনি সেখান থেকে নেদারল্যান্ডের অ্যামস্টার্ডামের স্কিফল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন নেদারল্যান্ডের অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা।
স্কিফল বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দ্য হেগ-এ যাবেন।
৪ নভেম্বর সকালে নেদারল্যান্ডস’র বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান ও অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দ্য হেগ-এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সাক্ষাতের পর ওই দিনই প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ব-দ্বীপ অঞ্চল পরিদর্শন করবেন। এরপর জাহাজযোগে পোতাশ্রয় পরিদর্শণে ফিউচারল্যান্ড যাবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে তিনি আবার হোটেলে ফিরে আসবেন।