খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: নতুন এক গবেষণা বলা হয়েছে, যেসব কম্পিউটার গেমসে যুক্তি ও স্মরণশক্তির ধাঁধা সমাধান করতে হয়, বয়স্ক মানুষদের জন্য তা খুবই উপকারী। একে বলা হচ্ছে, ব্রেইন ট্রেইনিং, অর্থাৎ এর মাধ্যমে মস্তিষ্ককে এক ধরণের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।
মডিকেল জার্নাল জামদা’য় প্রকাশিত ওই গবেষণায় বলা হচ্ছে, এ ধরণের প্রশিক্ষণের ফলে বয়স্ক মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম, যেমন বাজার করা, রান্না করা এবং নিজের পয়সাকড়ির হিসাব সহজে রাখতে পারবেন।
লন্ডনের কিংস কলেজের গবেষকেরা বলেছেন, এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
কিন্তু মস্তিষ্ককে এ ধরণের বিশেষ প্রশিক্ষণ দিলে, তা স্মৃতিভ্রংশ হওয়া ঠেকায় কিনা, এখন তা নিয়ে গবেষণা শুরু করেছেন গবেষকেরা।