Thu. Sep 18th, 2025
Advertisements

 

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: D c pic (2)তোফাজ্জল হোসেনঃযুব সমাজকে কাজে লাগাতে পারলে আমাদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না।গতকাল রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান একথা বলেন।“জেগেছে যুব জেগেছে দেশ লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম কায়ছার আলী।যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক বিভাগের প্রশিক্ষক মাকজানা আচরার এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আমেনা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোছাঃ সুরাইয়া বেগম।যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ পরিচালক আব্দুর রশিদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী রিয়াজুল ইসলাম সরকার,কম্পিউটার নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাখন দাস,যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সষ্ট্রাকটর কৃষিবিধ এম এ মাজেদ,বাসসের জেলা প্রতিনিধি আবু তাহের,প্রশিক্ষনার্থী জুয়েনা আক্তার,পোষাক তৈরীতে সফল আত্মকর্মী সামসুন্নাহার,সফল আত্মকর্মী জসিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীর প্রমুখ।