খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: যুদ্ধাপরাধ মামলায় যশোরের সাবেক এমপি মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ বিরুদ্ধে চার্জ(অভিযোগ) গঠনের শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে।
বিচারক আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মাওলানা সাখাওয়াত হোসেন সহঅপর ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
আজ ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন জেয়াদ আল মালুম।
সাখাওয়াত ছাড়াও অন্য আসামীরা হলেন, মো. বিল্লাল হোসেন(৭৫), মো. ইব্রাহিম হোসেন(৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান(৬১), মো. আ. আজিজ সরদার (৬৫), আ. আজিজ সরদার(৬৬),কাজী ওহিদুল ইসলাম (৬১), মো. লুৎফর মোড়ল (৬৯), আব্দুল খালেক মোড়ল(৬৮)।
গত ১৪ জুন তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাচঁ অভিযোগ আনেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।