খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: গুগল ম্যাপের সঙ্গে সবাই পরিচিত। দেশ বিদেশের বিভিন্ন রাস্তাঘাটরে ছবি থাকে গুগল ম্যাপে। কিন্তু দুর্ভাগ্যবশত গুগল ম্যাপের গাড়ি সম্প্রতি এমন এক জায়গার ছবি তুলতে যায়, যেখানে এক নারী সিগারেট হাতে ওয়ালে ঠেস দিয়ে মূত্র ত্যাগ করছিলেন।
গুগল ক্যামেরা সেই দৃশ্য রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়। গুগলের মনিটর টিমের অজান্তেই এই ঘটনা ঘটে যায়। পরে গুগল ম্যাপ ওই নারী ছবি অস্পষ্ট করে দেন। কিন্তু তার আগেই গুগল ম্যাপের ওই ছবিতে কমেন্ট করে বসেন অনেকে। কেউ বলছে এটাই মাল্টি টাসকিং কাজ। কেউ মন্তব্য করেছে ক্লাস অ্যাক্ট অল দ্য ওয়ে।
ঘটনাটি নেদারল্যান্ডের আলমেরা শহরের চিরুগিজিনফ রাস্তায় ঘটেছে।