খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন মত প্রকাশ ও ছবি-ভিডিও শেয়ারের মধ্যে আবদ্ধ থাকছে না। ফেসবুক এখন বাণিজ্যিক কার্যক্রমে নিজেকে জড়াতে চাইছে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফেসবুক। উপমহাদেশের বাজারে এখন পণ্য বেচাকেনার কাজে যুক্ত হবে ফেসবুক। পছন্দের পণ্য ফেসবুকের মাধ্যমে কেনা যাবে।
যারা আই ফোন ব্যবহার করে তারা একটি অ্যাপ ফেসবুকে প্রত্যক্ষ করেছেন। নতুন এই ফিচার খুব কম সময়ের জন্যই দেখা গেছে। অনেকের আবার ‘মেসেঞ্জার’ বাটনে এই ফিচার শো করতে দেখা গিয়েছে।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য অটো, অ্যাপ্লায়েন্স, জামাকাপড়, বাড়ির জিনিসপত্র, বই – এছাড়াও নানা দ্রব্য বিক্রি ও কেনাকাটার সুযোগ দেয়া ছিল ফেসবুকের এই নতুন ফিচারে। প্রত্যেকটা জিনিসের ছবি ও দামেরও উল্লেখ ছিল।