Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: নিজস্ব নিরাপত্তা ফিচারসহ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন উন্মোচন করেছে ব্ল্যাকবেরি। এর আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করলেও অবশেষে নভেম্বরের প্রথম সোমবার ‘প্রিভ’ নামের স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে অ্যান্ড্রয়েড দুনিয়াতেই পা রাখলো কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমচালিত ফোন উন্মোচন বাজারে সাফল্য পায়নি স্মার্টফোনটি। এরপর ব্ল্যাকবেরির পক্ষ থেকে সফটওয়্যারসহ অন্যান্য সেবার দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে। তাই স্মার্টফোন দুনিয়ায় ব্ল্যাকবেরি নামটি আদৌ টিকে থাকবে কিনা তা অনেকটাই নতুন প্রিভ মডেলটির উপর নির্ভর করছে।
ব্ল্যাকবেরি প্রিভ-এ থাকছে ৫.৪৩ ইঞ্চির বাঁকানো টাচ স্ক্রিন এবং টেক্সট বা নাম্বার টাইপ করার জন্য স্লাইড-আউট ব্ল্যাকবেরি কিবোর্ড। আগের মডেলগুলোর তুলনায় ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোনটি তেমন ভারি হবে না বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড বেছে নেওয়ায় ব্ল্যাকবেরি ফোনে বিভিন্ন কাজের জন্য তৈরি অ্যাপের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপের সংথ্যা অনেক কম হওয়ায় স্মার্টফোনের বাজারে এটি ব্ল্যাকবেরির অন্যতম প্রধান দুর্বলতা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এ ছাড়া সমসাময়িক অ্যান্ড্রয়েড ফোনগুলোর চেয়ে প্রিভ-এ নিরাপত্তা ফিচার আরও কার্য্যকর হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মার্টি বিয়ার্ড।
ইতোপূর্বে অ্যান্ড্রয়েড ফোনে নিরাপত্তা জোরদার করতে স্যামসাংয়ের সঙ্গে একই প্রকল্পে কাজ করেছিল ব্ল্যাকবেরি। তবে এই প্রকল্পে বানানো সিকিউরিটি সিস্টেম ‘নক্স’ পরবর্তীতে পুরোপুরি কার্য্যকর বলে প্রমাণিত হয়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
চলতি নভেম্বরের প্রথম শুক্রবার থেকে বাজারে বিক্রি হবে ‘প্রিভ’। দাম হবে ৭০০ ডলার। এটিঅ্যান্ডটি একমাত্র মার্কিন ওয়ারলেস ক্যারিয়ার, যা ফোনটি বাজারজাত করছে। এ ছাড়া ফোনটি অনলাইনের মাধ্যমেও পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ফোনটির পাশাপাশি নিজস্ব অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন বিক্রিও চালু রাখবে প্রতিষ্ঠানটি।