খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: হাতে অনেক কাজ কিংবা অনেক ব্যস্ত? মেইলের জবাব দেওয়ার সময় নেই! ইনবক্স ব্যবহারকারীদের আর মেইলের উত্তর লেখা নিয়ে চিন্তা করতে হবে না। মেইলের স্বয়ংক্রিয় জবাব দেওয়ার জন্য একটি সফটওয়্যার বা টুল তৈরি করছে গুগল যা কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে স্বয়ংক্রিয়ভাবে মেইলের উত্তর পাঠিয়ে দিতে সক্ষম হবে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ইনবক্স অ্যাপ্লিকেশনটির হালনাগাদের একটি অংশ হবে এ টুলটি। এতে মেইল ব্যবস্থপনায় আরও সুবিধা পাবেন ব্যবহারকারী। গতকাল মঙ্গলবার এ ফিচারটির ঘোষণা দিয়ে গুগল কর্তৃপক্ষ বলেছে, মানুষের কাজে লাগে এমন কিছু কাজ যন্ত্রকে শিখিয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ এটি।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উদাহরণ হচ্ছে চালকবিহীন গাড়ি তৈরি। গত ৬ বছর ধরে কৃত্রিম বুদ্ধিমান গাড়ি তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও ‘র্যাঙ্কব্রিন’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রকল্প নিয়ে কাজ করছে গুগল যা তাদের অনুসন্ধান ফলাফল দেখাতে সাহায্য করে।
গুগল জানিয়েছে, কোন মেইলের উত্তর দ্রুত দিতে হবে তা বুঝতে পারবে এই টুলটি এবং সেই মেইলের জবাব হিসেবে উপযুক্ত শব্দ নিজেই বাছাই করবে। জবাব পাঠানোর আগে ব্যবহারকারীকে তিনটি পছন্দসই উত্তর বেছে নেওয়ার জন্য বলা হবে। এভাবে উত্তর বাছাই করে দেওয়া হলে গুগলের ওই সফটওয়্যারটি কোন মেইলের উত্তর কীভাবে দেওয়া হয় তা দ্রুত শিখে যাবে। গুগল একে বলছে ‘স্মার্ট রিপ্লে’ অপশন। এটি স্মার্টফোন বা ছোট টাচস্ক্রিনের কিবোর্ডে মেইল চালাচালিতে সুবিধা হবে। গুগলের ইনবক্সের বিনামূল্যের সংস্করণেই এটি ব্যবহার করা যাবে। এক বছর আগে ইনবক্স চালু করে গুগল। এটি জিমেইলের বিকল্প একটি সেবা। ইনবক্স ব্যবহারকারীর তথ্য না জানালেও গুগল জানিয়েছে, জিমেইল ব্যবহারকারী ৪০ কোটিরও বেশি।