Sat. Sep 13th, 2025
Advertisements

2খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: লেখক-প্রকাশক হত্যা ও হামলার বিচার দাবিতে বৃহস্পতিবার ‘কফিন মিছিল’ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
বুধবার বিকালে মঞ্চের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল অনুষ্ঠিত হবে।”
জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদ রশিদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।
একই দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল পালন করে গণজাগরণ কর্মীরা। হরতাল শেষে খুনিদের গ্রেপ্তার দাবিতে এই কফিন মিছিল কর্মসূচি ঘোষণা করেছিলেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
এছাড়াও শুক্রবার বিকাল ৩টার দিকে শাহবাগে প্রজন্ম চত্বরে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ কর্মসূচিও পালন করবেন মঞ্চের কর্মীরা।
বিবৃতিতে ইমরান বলেন, “একের পর এক লেখক-প্রকাশক, রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় নেতারা খুন হচ্ছে উগ্র মতাদর্শের জঙ্গিদের হাতে। সারা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।
“প্রতীকী এই কফিন মিছিলের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, খুন হওয়া প্রতিটি মানুষের মৃত্যুর দায় তাদেরকেই নিতে হবে।”
অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, “দেশে যারাই জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে কথা বলে, কাজ করে, যারা দেশকে নিয়ে চিন্তা করে সেই মানুষদের আমরা একে একে হারাচ্ছি।
“একের পর এক লেখক-বুদ্ধিজীবীদের উপর হামলা দেশের মস্তিষ্কের উপর আঘাত। দেশকে চিন্তাশূন্য, মস্তিষ্কশূন্য করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সারা দেশের সকল মানুষকে এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।