Fri. Sep 19th, 2025
Advertisements

20খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: বৃহস্পতিবার আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস দেশের বাজারে অবমুক্ত করছে কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির অ্যাপল অনুমোদিত শাখায় অথবা ০১৭৩০০০০২৭৭ নম্বরে ফোন করে আগাম চাহিদা জানানো যাবে।
এ ছাড়াও অনলাইনে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ইনবক্স করে আইফোনের ফিচার, বুকিং এবং বিক্রয়োত্তর সেবার বিষয়েও জানা যাবে।
আইফোন পরিবারের সর্বশেষ সংযোজন আইফোন সিক্স এস এবং সিক্স এস প্লাস ফোন দু’টিতে আছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। ফোনটির অবমুক্তি উপলক্ষে আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস ক্রয়ে প্রতিষ্ঠানটি ৬ মাসের সুদ বিহীন কিস্তি সুবিধা দিচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত যারা বুকিং দেবে তাদের জন্য উপহার হিসেবে থাকছে অ্যাপলের অরিজিনাল লেদার কেস।