Sat. Sep 13th, 2025
Advertisements

50খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশটিতে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিরোধী দল দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করায় এ জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
প্রেসিডেন্টের এ ঘোষণায় দেশটির নিরাত্তাবাহিনী সন্দেহভাজন যে কাউকে আটক করার ক্ষমতা পেল। এর আগে দেশটির বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোপের ঘোষণা দেয়।
প্রেসিডেন্টের মুখপাত্র মুয়াজ আলীর টুইটারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রেসিডেন্ট ইয়ামিন দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।’
এর আগে সোমবার দেশটির নিরাপত্তাবাহিনী প্রেসিডেন্ট ভবনের কাছ থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রেসিডেন্টের নৌকায় বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীবকে আটক করে দেশটির সরকার।