খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: চলতি বছরের তৃতীয় ভাগে তুলনামূলকভাবে আয় বেড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। বিজ্ঞাপন বিক্রি বৃদ্ধি পাওয়ায় আয়ের পরিমাণ বেড়েছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
ফেসবুক জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির নিট আয়ের পরিমাণ ১১ শতাংশ বেড়ে ৮৯১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের এই সময়ে নিট আয়ের পরিমাণ ছিল ৮০৬ মিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ক্রমবর্ধমান বাজারে তাদের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে।
বিনিয়োগকারীরা এতদিন অপেক্ষা করছিলেন ইনস্টাগ্রাম, হোয়াটসএ্যাপ ও ভিডিও’র কর থেকে ফেসবুক কতটা আয় করতে পারে। এর আগে প্রতিষ্ঠানটি এক্ষেত্রে কর বাড়ানোর ঘোষণা দিয়েছিল।
ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, তারা সব সময়ই নতুন উদ্ভাবনী ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর রাখেন।
ফেসবুক ওয়েবসাইটটিতে ব্যবহারকারীরা বিনামূল্যে ভিজিট করার সুবিধা পেলেও বিজ্ঞাপনদাতাদের গুনতে হয় বিশাল অঙ্কের অর্থ। সাইটটিতে ব্যবহারকারী বাড়ার পাশাপাশি বিজ্ঞাপনের অঙ্কটাও বাড়ে।
বিশ্বব্যাপী প্রচুরসংখ্যক ব্যবহারকারীর কারণে প্রতিষ্ঠানটি অল্প কয়েক বছরের মধ্যেই অন্যতম বৃহৎ সম্পদশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।