Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: ব্রিটেনের এয়ারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি বিএই সিস্টেমস শিগগিরই একটি দেশীয় কোম্পানির কাছ থেকে এমন একটি ইঞ্জিন কিনতে যাচ্ছে যা কোনও বিমানকে ঘণ্টায় ২,৫০০মাইল গতিতে ওড়ার মতো শক্তি যোগাবে। এর ফলে খুব শিগগিরই হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি) গতিতে মহাকাশে ভ্রমণ এবং স্বল্প খরচে স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাবনা আরও একধাপ এগিয়ে যাবে।
লন্ডনের শেযারবাজারে সবচেয়ে বেশি পুঁজি লগ্নিকারী ১০০টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত এফটিএসই ১০০ গ্র“প (ফাইনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ ১০০ ইনডেক্স) ২ কোটি ৬০ লাখ পাউন্ড ব্যয়ে রিঅ্যাকশন ইঞ্জিন নামের বেসরকারি প্রতিষ্ঠান থেকে এমন ২০টি ইঞ্জিন কিনতে যাচ্ছে যাতে জেট ও রকেট ইঞ্জিন প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। অক্সফোর্ডশায়ার কেন্দ্রীক রিঅ্যাকশন ইঞ্জিনের সঙ্গে বিএই এমন একটি ব্যবস্থাপনায় যাবে যাতে করে তাদের মেধা ও জ্ঞান এই প্রযুক্তির উন্নয়নে কাজে লাগানো যায়। এর ফলে আকাশ ব্রমণ ও মহাশূন্যে ফ্লাইট পরিচালনার পুরো বিষয়টিতেই বিপ্লবাত্মক উন্নতি ঘটবে।
রিঅ্যাকশন ইঞ্জিন এরই মধ্যে প্রকল্পটির চূড়ান্ত রূপ দেয়ার পর্যায়ে রয়েছে এবং চলতি দশকের মধ্যেই তারা নতুন ধরণের ইঞ্জিন তৈরি করতে এবং ২০২০ সাল নাগাদ পরীক্ষামূলক বিমান উড্ডয়ন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই ইঞ্জিনের পরীক্ষা সফল হলে সেটি প্রথমে কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণের কাজে ব্যবহার করা হবে। পরে তা যাত্রীবাহী বিমানে ব্যবহারের কথা ভাবা হবে। দ্য টেলিগ্রাফ