Thu. Sep 18th, 2025
Advertisements

6খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত।
এই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ১৪৬৫টি আসনের জন্য ভর্তি ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ১৩০ জন। পরীক্ষা হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস অথবা যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষা চলাকালে কেন্দ্রে কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত থাকবে।
ভর্তির পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট <ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ> থেকে জানা যাবে। — সংবাদ বিজ্ঞপ্তি