Mon. Sep 15th, 2025
Advertisements

11খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: জমজ কন্যার মা হতে চলেছেন ইয়াহুর সিইও মারিশা মায়ার। চল্লিশ বছর বয়সী এই সিইও আগেই এই ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে মারিশা মায়ার বেশ খুশি। ডিসেম্বরেই এই জমজ কন্যারা পৃথিবীর মুখ দেখবেন।
২০০৯ সালে মারিশা মায়ার স্বামী জ্যাকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । ২০১২ সালে প্রথম গর্ভবতী হয়ে ছিলেন মারিশা মায়ার এবং একটি পুত্র সন্তানের জননী হয়েছিলেন। প্রসবকালীন ছুটি হিসেবে মায়ার মাত্র দুই সপ্তাহের ছুটি নিবেন।
উল্লেখ্য, মায়ার ২০১২ সালের জুলাই থেকে ইয়াহুতে কর্মরত আছেন। এরআগে তিনি ১৩ বছর গুগলে কর্মরত ছিলেন।