খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: গণিতের নতুন থিওরি আবিষ্কার করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ১৭ বছরের স্কুলবয় আইভান জেলিস। অস্ট্রেলিয়ার ব্রিসবনের এই কিশোর জিনিয়াসের তৈরি করা গণিতের থিওরিটি কম্পিউটারের চেয়েও দ্রুত হিসেব করতে সক্ষম। আইভানের তৈরি করা গণিতের পদ্ধতি গণিতের দুনিয়াকে পরিবর্তন করে দেবে বলে মনে করছেন গণিত বিশারদরা।
মজার বিষয় হচ্ছে, কিশোর এই জিনিয়াস আইভান ২ মাস বয়সেই কথা বলতে সক্ষম হয়েছিলেন। আইভানের গণিতের থিওরি বিশ্ব জ্ঞানের ভান্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ১৪ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ডাক পায় এই জিনিয়াস কিন্তু সে স্কুলেই থাকার সিদ্ধান্ত নেন।
তার থিওরিটি নিয়ে অস্ট্রেলিয়ায় গবেষণা শুরু হয়েছে। তার আইকিউ ১৮০ যা খুব কম মানুষেরই হয়। বিজ্ঞানের ভাষায় তার মেধা অনেক ইতিবাচক। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ১৪ বছর বয়সে তাকে গবেষণা করার প্রস্তাব দিলেও আইভান সেখানে যেতে রাজি হয়নি।
মায়ের সিদ্ধান্তেই স্কুল ত্যাগ করেনি জিনিয়াস আইভান। বর্তমানে যে গতিতে কাজ আইভান কাজ করছে একই গতিতে স্কুল জীবন শেষ করাই মায়ের পছন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বয়স এখনো হয়নি বলে জানান আইভান। স্কুল জীবনটা স্কুলের মতোই উপভোগ করতে চায় আইভান। আইভান খুবই আইকিউ সম্পন্ন ব্যক্তি। উ”চ বুদ্ধিমত্তা সাধারণত উ”চ আবেগ থেকেই আসে। ডেইলি মেইল