Mon. Sep 15th, 2025
Advertisements

14খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: অবশেষে আলাদা হয়ে গেলো মার্কিন প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান হিউলেট অ্যান্ড প্যাকার্ড। সিলিকন ভ্যালিতে প্রায় ৭৭ বছর আগে একইসাথে যাত্রা শুরু করেছিলো বিল হিউলেট এবং ডেভ প্যাকার্ড এইচপি। বিভক্ত হওয়ার পর এইচপি এন্টারপ্রাইজ অংশটি দেখাশোনা করছে হার্ডওয়্যার ও সেবাখাত।
অন্যদিকে, কম্পিউটার ও প্রিন্টার ব্যবসা দেখাশোনা করছে এইচপি কর্পোরেশন। হার্ডওয়্যার ও সেবাখাতে পৃথকভাবে উন্নয়ন বাড়াতেই এইচপি’র এ উদ্যোগ।
গত কয়েক বছর ধরেই নিম্নমুখী এইচপি’র প্রযুক্তিপণ্যের বাজার। এ সিদ্ধান্ত তাদের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।