Wed. Sep 24th, 2025
Advertisements

30খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: দু’জনেই ঢাকাই চলচ্চিত্রে নবাগত নায়িকা। নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছেন। একজনের নাম আলিশা প্রধান, অন্যজনের নাম প্রিয়ন্তি পরী। শুক্রবার এই দু’জন মুখোমুখি হচ্ছেন বড়পর্দার লড়াইয়ে। মুক্তি পাচ্ছে আলিশা অভিনীত ‘অন্তরঙ্গ’ এবং প্রিয়ন্তি পরী অভিনীত ‘চুপি চুপি প্রেম’ নামের দুটি ভিন্ন চলচ্চিত্র।
নিজেদের সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত এই দুই নায়িকা। দু’জনেরই বিশ্বাস, দর্শকের ভালবাসায় সিক্ত হবেন তারা। প্রেক্ষাগৃহের তালিকায় এগিয়ে রয়েছেন প্রিয়ন্তি পরী। মোস্তফিজুর রহমান মানিক পরিচালিত ‘চুপি চুপি প্রেম’ মুক্তি পাচ্ছে ৭৫টি প্রেক্ষাগৃহে।
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী প্রিয়ন্তি। তিনি বলেন, ‘দর্শকের ভাল লাগার মতো সিনেমা চুপি চুপি প্রেম। আশা করি সবাই হলে এসে সিনেমাটি দেখবেন।’
সাইমন-প্রিয়ন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন- শিমুল খান, রেহানা জলি, অঞ্জলী, সূর্যরাজ, শানসহ অনেকে।
অন্যদিকে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ সিনেমা ‘অন্তরঙ্গ’। ফলে সিনেমাটি নিয়ে ভিন্ন রকম আকর্ষণ তৈরি হয়েছে সিনেমাপাড়ায়। এ সিনেমার মাধ্যমে প্রথম বড়পর্দায় অভিষেক হচ্ছে মডেল, অভিনেত্রী আলিশা প্রধানের।
এ সিনেমায় আলিশার বিপরীতে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক ইমন। এ ছাড়াও অভিনয় করেছেন- অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে। সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্তরঙ্গ’।
আলিশা বলেন, ‘গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে সিনেমাটি। এটি তার সর্বশেষ চলচ্চিত্র। সব মিলিয়ে অনেক আবেগ, স্মৃতি নিয়ে প্রেক্ষাগৃহে যাচ্ছি।