Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: এবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা টাইমলাইন আকারে সাজিয়ে রাখতে চলতি নভেম্বরের প্রথম বুধবার উন্মোচিত হল ‘দ্য হিস্ট্রি প্রজেক্ট’ (টিএইচপি) নামের ওয়েবসাইট। ইতোপূর্বে স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘টাইমহপ’-এর মাধ্যমে ঠিক এক বছর আগে ফেইসবুক এবং টুইটারে ব্যক্তি কি শেয়ার করেছিলেন তা জানা যেত। এরই ধারাবাহিকতায় বানানো ওয়েবসাইটটি স্টোরি টেলিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সিএনএন জানিয়েছে, এই সাইটটির মাধ্যমে ব্যক্তি তার অনলাইন কিংবা অফলাইন জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিভিন্ন মাল্টিমিডিয়া টুল ব্যবহার করে ডিজিটাল টাইমলাইন আকারে প্রকাশ করতে পারবেন। টিএইচপি ব্যবহারকারীরা এক্ষেত্রে ফটো, ভিডিও কিংবা সোশাল মিডিয়া পোস্ট ব্যবহার করে জীবনের গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নিজে বর্ণনা করে টাইমলাইনে রাখতে পারবেন।
প্রয়াত বাবার ভাইনাল সংগ্রহের অভ্যাস থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ হাতে নিয়েছেন টিএইচপির সিইও নাইলস লিচটেনস্টাইন।
প্রথমদিকে বাবার জীবন সম্পর্কে জানতে তথ্য অনুসন্ধান শুরু করেন তিনি। তবে এর পেছনে অনেকসময় ব্যয় হলেও শেষপর্যন্ত খুব বেশি কিছু জানতে পারেননি তিনি। এ বিষয় নিয়ে কাজ করতে গিয়ে স্টোরি টেলিং প্ল্যাটফর্ম বানানোর চিন্তা মাথায় আসে তার।
এই ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী প্রজন্ম তাদের পূর্বসূরীদের কথা জানতে পারবে বলে তিনি মনে করেন।
বর্তমানে ফেইসবুকের মাধ্যমে সবকিছু শেয়ার করা গেলেও নিজের সাইটটিকে এরূপে দেখতে চাননা লিচটেনস্টাইন। এ সম্পর্কে তিনি বলেন, “যদি রেস্টুরেন্টে গিয়ে ৪০ টি ছবি তুলে থাকেন তবে তা থেকে বেছে একটি ছবি শেয়ার করুন।”
নিজের টাইমলাইনে স্ত্রীর সঙ্গে প্রথম ডেট এবং প্রথম ই-মেইলের স্ক্রিনশট-এ জাতীয় জিনিস শেয়ার করেছেন ৩২ বছর বয়সী এই ব্যক্তি।
ওয়েবসাইটটিতে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা গেলেও ‘কনসিয়ার্জ’ নামের পেইড ভার্সন রাখা হয়েছে যার মাধ্যমে যাদের প্রযুক্তিগত জ্ঞান কম তারা দক্ষ লেখক এবং শিল্পীদের সাহায্য নিয়ে নিজেদের টাইমলাইন সাজাতে পারবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরের বিভিন্ন জায়গায় এই ওয়েবসাইটটি ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।
সাইটটি উন্মোচনের অল্প কিছুদিনের মধ্যেই তা বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নজরে আসে। মার্কিন গায়িকা জুয়েল কিলচার ইতোমধ্যে টিএইচপি-তে নিজের জীবনী নিয়ে টাইমলাইন প্রস্তুত করেছেন। এ ছাড়া প্রচারণা কাজে এই ওয়েবসাইটটি ব্যবহার করেছে এইচবিও, ডালাস মর্নিং নিউজ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলো।