Tue. Sep 16th, 2025
Advertisements

41খোলা বাজার২৪ ॥ কামরুল হাসান, ঠাকুরগাঁও, শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজয়া পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর অডিটোরিয়ামে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে এ সভা হয়। পউপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, সাবেক এমপি ইমদাদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কশিরুল আলম ও গোলাম রব্বানী, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.কে শওকত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, খনগাঁও ইউনিয় পূজা উদযাপ পরিষদের সভাপতি বিজয় কুমার রায় প্রমূখ। সভা সঞ্চালনা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়।