Mon. Sep 15th, 2025
Advertisements

1খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সবহংরহময১ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার মইনুল হক জানিয়েছেন।
তিনি বলেন, ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি পেছন থেকে এসে একে ধাক্কা মেরে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসযাত্রীদের দুজন ঘটনাস্থলেই নিহত হন বলে পুলিশ জানিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসার সময় মারা যান বাকি চারজন।
দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।