Mon. Sep 15th, 2025
Advertisements

62খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: লাহোরে সুন্দর এস্টেটের ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শনিবার ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর ডন নিউজের।
চার তলা বিশিষ্ট ওই ভবনের নিচে লোকজন জীবিত চাপা পড়ে আছে। এ কারণে ভবনের ফ্লোর ধীরে ধীরে কাটা হচ্ছে। ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ ধীর গতিতে সরানো হচ্ছে। এ পর্যন্ত ১০৯ জনকে জীবিত উদ্ধার করেছে দমকলের লোকজন। ভবনে বহু শিশু শ্রমিক কাজ করতো। উদ্ধার হওয়া জীবিত ব্যক্তিরা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
প্রসঙ্গত, ধসে যাওয়া ভবনে রাজপুত পলিস্টার নামের পলিথিন ব্যাগ তৈরির কারখানা ছিল। ৪ নভেম্বর বুধবার রাতে ভবনটি ধসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপে ১৬৭ জন চাপা পড়েছিল। তার মধ্যে ১০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ২৬ অক্টোবরের ভূমিকম্পে ভবনটি নড়ে যায়। এতে এর কাঠামোগত অংশের প্রভূত ক্ষতি হয়। এ কারণে পরবর্তীতে ভবনটি ধসে পড়ে।