Mon. Sep 15th, 2025
Advertisements

4খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: চীন ও তাইওয়ানের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬০ বছরেরও বেশি সময় পর শনিবার সিঙ্গাপুরে দুই দেশের রাষ্ট্রপতিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।
খবরে বলা হয়, বৈঠকের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইয়ং জিউ হ্যান্ডসেক করেন।
তাইওয়ানকে নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ বলে মনে করছে চীন। তাইওয়ান আবার চীনের সাথে যুক্ত হবে বলে আশা করছে চীন।
এদিকে অনেক তাইওয়ানি জনগণ মনে করছে তারা স্বাধীন। তবে ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির জনগণ।
শনিবার সিঙ্গাপুরের একটি বিলাসবহুল হোটেলে দুই দেশের রাষ্ট্রপতির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শি জিন পিং বলেন, আমরা একটি পরিবার।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের পর থেকে চীন ও তাইওয়ানের রাষ্ট্রপতিদের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে ২০০৮ সালে মা ইয়াং ক্ষমতায় আসার পর চীনের সাথে তাইওয়ানের সম্পর্কের উন্নতি হয়।