Tue. Sep 16th, 2025
Advertisements

8খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: বলিউডের কিং খানের পাশে দাঁড়ালেন ড্রিম গার্ল হেমা মালিনী। বিজেপির সাংসদ হেমা মালিনী বলেন, কোনও কারণ ছাড়াই আক্রমণ করা হয়েছে শাহরুখকে। হেমা মালিনী মথুরা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। হেমা বলেন, শাহরুখ কখনওই পুরস্কার ফিরিয়ে দেয়ার কথা বলেননি। অথচ অযথাই তাকে নিশানা করা হলো।
তিনি আরও বলেন, শাহরুখ বলিউডের উজ্জ্বলতম তারকাদের মধ্যে একজন। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তাঁকে ভালোবাসে। বিদেশের মাটিতে দেশকে গৌরবান্বিত করেছেন তিনি। আমরা তাঁকে নিয়ে গর্বিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা ঠিক নয়। নিজের ৫০ তম জন্মদিনে শাহরুখ বলেন, দেশজুড়ে উগ্র অসহিষ্ণুতা চলছে। এই মন্তব্যের জেরে বিজেপির রোষের মুখে পড়তে হয় কিং খানকে। প্রকাশ্যেই তাঁর উদ্দেশ্যে তোপ দাগেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়ওয়ারগিয়া এবং সাংসদ যোগী আদিত্যনাথ।