Fri. Sep 12th, 2025
Advertisements

41খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা মা-বাবা।
রোববার দুপুরে রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
রাজনের বাবা আজিজুর রহমান বলেন, ‘রায়ে আমি খুশি। তবে চাই, এ রায় দ্রুত কার্যকর হোক।’ এ সময় তিনি বিচারক, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এর আগে আজ সকালে সিলেটের কুমারগাঁওয়ে অমানবিক নির্যাতনের মাধ্যমে শিশু সামিউল আলম রাজনকে হত্যা মামলার ৪ জনের ফাঁসির আদেশ দেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, কামরুল, তাজউদ্দীন বাদল, ময়না মিয়া ও জাকির হোসেন। এদিকে কামরুলসহ আটক ১১ আসামিকে আদালতে তোলা হয়েছে।এর মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড, দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই ভোরে সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজনকে একটি ভ্যানগাড়ি চুরির অপবাদে সড়কের পাশে একটি দোকানের পাকা খুঁটির সাথে বেঁধে বর্বরোচিত ভাবে নির্যাতন করে হত্যা করা হয়। আবার নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর দৃশ্য ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের এই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।